Thursday, December 25, 2014

শঙ্কর দেবনাথ

জীবন

জীবন দৃশ্যত শুঁড়িখানা

মাঝির নৌকো আর নদীর নাব্যতা পরস্পর বিরোধী হলেও
সমীকরণের দ্বিঘাতিক প্রেমে বৈঠা সুুখি হয়
মায়ের শরীর থেকে সব রক্তস্বাদ শুষে নেয় বাৎসল্য পিপাসা -
তবুও মমতামাতাল মাটি চিরে গাছ ডানা মেলে
এতদিন যে কথা বলিনি আর যে কথা বলেছি তার সবই ছিল শব্দময় দেহ- সুরময় মুখ
শব্দমগ্ন সৃষ্টি থেকে তবু ঝরে পড়ে শব্দহীন শূন্যময় সম্পন্ন ঈশ্বর- শুঁড়িঘর নাচে
পথ আর ঘরের দেয়ালে থাকে যতটুকু যাপন জীবিত -
তারও চেয়ে বেশি থাকে নীলাভ চুমুক
সব পথ প্রকৃতপক্ষে ঘর খোঁজে

পূর্বাভাস- ২

সম্পৃক্ত দু'চোখে আটকে যায় পর্বতের প্রতিবর্ত ঢালে
আর শৈলোৎক্ষেপ ঘামে ঘামে ভালোবাসা ভিজে ভিজে চুপচাপ ওম খোঁজে

উষ্ণতার বৈপরীত্য বিধি বেয়ে পাহাড়ি প্লাবন নামে পললতৃষ্ণায়-
যৌথ বিছানা পোড়ে গ্রীষ্মমণ্ডল থেকে উড়ে আসা ঘুমে
বাবুই যন্ত্রণা বোনে মৃত ঘাসে

মৃত্যুর হিমেল মাঠে পুনর্জন্ম পূর্বাভাসে রোদেলা শিশিরফোটা হাসে


0 comments:

Post a Comment